তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা বিএনপির বিরুদ্ধে এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে কটুক্তির অভিযোগে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁন্দুড়িয়া ইউনিয়নের চাঁন্দুড়িয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এবিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, চলতি মাসের ৭ নভেম্বর চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মীসভায় মেজর জেনারেল শরিফ উদ্দিনের উপস্থিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বর্তমান সরকারের ব্যাপক সমালোচনা করে এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কটুক্তি মূলক বক্তব্য প্রদান করেন। যা তানোর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে। এতে করে বিএনপির এমন জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে এ প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত উপজেলা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রামকমল সাহা, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন,গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন,তপন,হায়দার আলী, কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুর্শেদুল মোমিন রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টারঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগরীর তালাইমারী নিবাসী আলিফ আল মাহমুদ লুকেন হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২.২০ মিনিটে রাজশাহী মেডিকেল…