তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে কাঁমারগা ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ উদ্যোগে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২৩ অক্টোবর ইউপি আওয়ামী লীগের উদ্যোগে এবং ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদের
সভাপতিত্বে মাদারীপুর বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে
আয়োজিত নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাম কমল সাহা প্রমুখ। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এছাড়াও কেউ যদি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করার নামে দলে বিশৃঙ্খলা সৃস্টি করতে চাই তাহলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে বলে উপস্থিত সকল নেতাকর্মীগণ ঐক্যমত পোষণ করেন।