“এবং আমি”
লেখক- মানিক হোসেন
ইচ্ছে টা লুকিয়েই রেখেছি,
ইচ্ছে করেই দূর থেকে দেখেছি।
চোখের সামনে একটু ঘুরে বুঝিয়েছো,
এবং আমি ছাড়াও তোমার দিন কাটিয়েছো।
বাজে হয়তো ভাবতে, খেলনা হতে চাইতে।
নিজেকে সাজিয়ে রাখতে, একটু ভালো লাগাতে।
আমিও ভাবতাম, একটু কাছে থাকতাম।
একটু করে রাগাতাম, ভালোবাসি না বুঝাতাম।
ভয় হত বটে, যদি কিছু রটে।
হাসি থাকতো ঠোঁটে, আর
যেতে তুমি চটে।
আসিনি আর আর তুমিও সাধোনি,
খুঁজোনি তাই হয়তো জানোনি।
একা থাকি আমি, ভুলে রাখি তোমায়।
কখনো ভাবনায় আর কখনো ছলনায়।