তনোরে সেই গৃহবধুর অবশেষে পুত্র সন্তানের জন্ম, পিতা হবে কে?

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অবশেষে পুত্র সন্তানের জন্ম হয়েছে। কিন্তু পিতার পরিচয় দিচ্ছেনা কেউ।চেয়ারম্যান মেম্বার ও ক্ষমতা সীন দলের নেতার রফাদফা,পায় নি সালিশের টাকাও। জরিমানা করা হয়েছিল লম্পটদের। সেই টাকারও নেই হুদিশ। বিচারক নেতারা ব্যাপক ঠাট্টা করছেন ঘটনাটি নিয়ে। কি অমানবিক অবস্থায় দিন পার করছেন ২৩ দিনের পুত্র সন্তান কে নিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ। টাকার অভাবে সময়মত ডেলেভারি করাতে পারছিলেন না দরিদ্র অসহায় ভিকটিমের মা। কিনা করুন অবস্থা টিন সেটের ছোট ঘর, নেই বিদ্যুৎ, চরম দূর্বিসহ জীবন যাপন করছেন ফুটফুটে পুত্র সন্তান নিয়ে। অথচ লম্পট শামিম, পলাশ, বিচারক ইউপি সদস্য টিয়া, নামধারী নেতা একরামুল আরাম আয়েশে দিন পার করছেন। উপজেলার পাঁচন্দর ইউপির দুবইল সাহাপুর হঠাৎ পাড়া গ্রামে ঘটে রয়েছে চাঞ্চল্যকর এমন অমানবিক ঘটনাটি। বাচ্চা পেটে আসার পর ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিনের কাছে বিচার চাইতে গিয়েছিল। কিন্তু চেয়ারম্যান বিচার না করে সাব জানিয়ে দেন বাচ্চা প্রসব হলে ডিএনএ টেস্ট করে কে পিতার পরিচয় জানার পর সালিশ বিচার করা হবে।

বুধবার দুপুরের আগে সরেজমিনে সাহাপুর গ্রামে ছোট চায়ের দোকানে নেতা একরামুল হকসহ বেশকিছু লোকজন বসে ছিল। সেখানে বসে ভুক্তভোগী মেয়ের বাচ্চার খোঁজ খবর নিতে চাইলে অনেকেই থো মেরে যান। আবার কেউ কেউ বলেন এটা অমানবিক। মেয়েটার বিয়ে হয়েছিল ভালো জায়গায় এদের জন্য সেই ঘরটাও ভেঙে গেল। সেখান থেকেই উঠতেই নেতা একরামুল কে অনেকে বলেন আকিকা দেওয়ার ব্যবস্হা কর। একরামুলও তাদের বলেন চাঁদা তোল আকিকা দেওয়া হবে। কারন ইউনিয়ন চেয়ারম্যান মতিন হলেও গ্রামের চেয়ারম্যান নাকি একরামুল।

যাওয়া হয় ভুক্তভোগীর বাড়িতে। ভুক্তভোগীর মা বাহিরে ছিলেন। ভিকটিম তার ২৩ দিনের পুত্র সন্তান কে ঘরের মেঝেতে রেখেছেন। আমাদেরকে দেখেই কান্না শুরু করেন। ভুক্তভোগীর মা জানান, এসব ঘটনায় গ্রাম্য সালিশ হয়। সালিশে লম্পট শামিম ও পলাশের দু লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। সালিশের দিন মাত্র ২০ হাজার টাকা দেয় মেম্বার ও নেতা একরামুল । এরপর আর কোন খোঁজ নেয়। ইউপি সদস্য টিয়া ও নেতা একরামুল লম্পটদের হয়ে সবকিছু করছে। টাকার অভাবে নির্ধারিত সময়ে ডেলিভারি না করাতে পেরে পানির সল্পতা দেখা দিয়েছিল। বাধ্য হয়ে সিজার করাতে হয়েছে। তার মা আরো জানান, এখন এই বাচ্চার বাবা হবে কে, নাকি বাবা পাওয়া যাবেনা। আমরা গরীব অসহায় এজন্য বিচার পাব না। উল্টো আমাদের কেই হুমকি দেওয়া হচ্ছে বাড়ি উচ্ছেদ করে তাড়িয়ে দিবে। আমি তো মা, একজন মা কি করে সন্তান কে ফেলে দিবে। প্রথমে চেয়ারম্যান আব্দুল মতিন ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু মেম্বার টিয়া সেই বিচার না মেনে পুনরায় গ্রামে বিচার করে লম্পট শামিম ও পলাশের ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু সেটা নিয়েও নয়ছয়। কিছুই বলার নেই। কোন কিছু বলতে গেলেই মেম্বার ও একরামুলসহ তাদের লোকজন নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আমার মেয়েকে নানা অপবাদ দিচ্ছেন।

ভুক্তভোগী ওই মেয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, আমাকে ও নিষ্পাপ ২৩ দিনের বাচ্চাকে নিয়ে খেলা শুরু করেছেন। গরিব অসহায় রা তাদের খেলার পাত্র। বিচার করে যে জরিমানা করা হয়েছিল সেটাও তসরুপ করা হচ্ছে। আমাকে সাহাপুর গ্রামের পলাশ ও শামিম বিয়ের প্রলোভন দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে। চেয়ারম্যান মতিন ডিএনএ টেস্ট করে কে পিতা তারপর বিচার করবেন। কিন্তু কারো দেখা নেই। আমি অপরাধী হতে পারি, কিন্তু নিষ্পাপ সন্তান কি দোষ করল, যে কেউ বাবা হতে চাচ্ছে না। কে পিতা হতে পারে জানতে চাইলে তিনি শামিমের নাম বেশি বলেন। আবার পলাশেরও নাম বলেন। তিনি নিষ্পাপ সন্তানের পিতার পরিচয় চান এবং এদুজনসহ বিচারকদেরও শাস্তি চান।

আমাদেরকে কোথাও বের হতে দেওয়া হচ্ছে না। প্রথম অবস্থায় থানা পুলিশ করব সেটাও করতে দেয় নি। অপরচিত কারো সাথে কথা বলতে দিত না।

তবে দুবইল সাহাপুর গ্রামের মেম্বার পরিচিত নাম টিয়া জানান, আমি জনপ্রতিনিধি এলাকার সমস্যা হলে কিংবা কেউ ডাকলে যেতে হবে। আমি সালিশও করিনি, টাকাও দিই নি।তারা নিজেরাই নিজেরাই সালিশ করেছে। আপনি সালিশ করে ২০ হাজার টাকা দিয়েছেন ভুক্তভোগী ও তার মা বলেছে জানতে চাইলে তিনি থমকে গিয়ে বলেন এটাতো শেষ হয়ে গেছে, আবার এসব নিয়ে কথা হবে কেন বলে দায় সারেন।

ভুক্তভোগীর বাড়ির পশ্চিমে শামিমের বাড়ি, তাকে ডাকা হলে দরজা খুলে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যান। তার স্ত্রী এসে আবল তাবল কথাবার্তা বলা শুরু করেন এবং তিনি জানান আমার স্বামী ওই বাচ্চার পিতা কেন হবে, কি প্রমাণ আছে, ওই মেয়ে মেম্বারের কাছে গিয়ে বলছে সন্তানের পিতাও চায়, জরিমানার টাকাও চাই। এজন্য কিছুই পাচ্ছে না বলেও দম্ভক্তি প্রকাশ করেন।

স্হানীয় রা জানান, এটা চরম অমানবিক ঘটনা। মেয়েটা অসহায় দরিদ্র। এই সুযোগে শামিম ও পলাশ বিয়ের আগেই মেয়েটার সর্বনাশ করেছে। মেয়েটার বিয়ে হয়েছিল ভালো ঘরে। শুধু মাত্র এঘটনার জন্য মেয়েটার কপালে স্বামীর ঘর হল না। তাই বলে বিচারও পাবে না। প্রথম অবস্থায় আইনের আশ্রয় নিলে অপরাধীদের শাস্তি হত। দুই লম্পটের বউ ছেলে থাকার পরও এসব করেছে। তাদের চরম শাস্তি হওয়া দরকার। তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিনের ০১৭১৮-০৩১৯৮১ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

admin

Related Posts

ভারতে পাচার কালে ইলিশ উদ্ধার, ট্রাক জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারতে পাচার কালে প্রায় ১৮ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (৭ অক্টোবর) সকালে পরিচালিত এক অভিযানে এই মাছ উদ্ধার…

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যাসের এ্যাকশনে পুকুর ভরাট বন্ধ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:৫ আগস্টের পর থেকে একটি চক্র রাজশাহীর বোয়ালিয়া থানাধীন বোসপাড়াস্থ আহম্মেদপুর সরঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাট করার চেষ্টা করছে। সেই পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভারতে পাচার কালে ইলিশ উদ্ধার, ট্রাক জব্দ, আটক ১

  • By admin
  • October 8, 2024
  • 5 views
ভারতে পাচার কালে ইলিশ উদ্ধার, ট্রাক জব্দ, আটক ১

প্রেমের টানে ফিলিপাইনের দুই তরুণী তানোরে

  • By admin
  • October 7, 2024
  • 8 views
প্রেমের টানে ফিলিপাইনের দুই তরুণী তানোরে

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যাসের এ্যাকশনে পুকুর ভরাট বন্ধ

  • By admin
  • October 7, 2024
  • 5 views
স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যাসের এ্যাকশনে পুকুর ভরাট বন্ধ

সংবাদ প্রকাশের পরেও রাজশাহী সড়ক বিভাগে এখনো বহাল দূর্নীতিবাজ প্রকৌশলী হাকিম

  • By admin
  • October 7, 2024
  • 10 views
সংবাদ প্রকাশের পরেও রাজশাহী সড়ক বিভাগে এখনো বহাল দূর্নীতিবাজ প্রকৌশলী হাকিম

রাজশাহীতে বিতর্কিত আবাসন ব্যবসায়ী মোস্তাফিজের মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

  • By admin
  • October 6, 2024
  • 102 views
রাজশাহীতে বিতর্কিত আবাসন ব্যবসায়ী মোস্তাফিজের মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

শেরপুরে স্বরণকালের ভয়াবহ বন‍্যায় নিহত-৫ 

  • By admin
  • October 5, 2024
  • 34 views
শেরপুরে স্বরণকালের ভয়াবহ বন‍্যায় নিহত-৫