এম ইসলাম দিলদার বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন সাজু রাজশাহী জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন। তিনি গত ৪ জুলাই ২০২১ ইং বাঘা থানায় যোগদান করেন।যোগদানের পরে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও থানার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন।তিনি এবার দিয়ে তৃতীয় বার রাজশাহী জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) এর হাত হতে পুরস্কার পেলেন বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজ্জাদ হোসেন।
সোমবার (১৬ মে ২০২২) জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) ওসি সাজ্জাদ হোসেন সাজুর হাতে সার্টিফিকেটসহ ক্রেস্ট তুলে দেন। সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় মো. সাজ্জাদ হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পুরস্কার দেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর২০২১ মাসিক কল্যাণ সভায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে প্রথম পুরুস্কার পেয়েছেন এবং ২২ ডিসেম্বর ২০২১ দ্বীতিয় বারে জেলার শ্রেষ্ঠ হয়েছেন তিনি। চলতি মাসে আবারও জেলার শ্রেষ্ট হয়েছেন তিনি।
জানা যায়,বাঘা থানা এলাকাটি। ঘনবসতিপূর্ণ। বাঘা থানায় ২০২১ সালের ৪ জুলাই ওসি হিসেবে মো. সাজ্জাদ হোসেন যোগদান করেছেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করেছে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় কয়েক কোটি টাকার অবৈধ মাদক ও অস্ত্র।