বিনোদন ডেস্কঃ এক যুগ পর নতুন গান নিয়ে আসছেন দেশের সংগীতাঙ্গনের অন্যতম সুপারস্টার মাহফুজ আনাম জেমস।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেমসের সহকারী রবীন ঠাকুর।
তিনি বলেন, ‘গানটি ঈদের আগের রাতে অর্থাৎ চাঁদরাতে আসছে। গানটি নিয়ে আজ দুপুরের পরে বিস্তারিত জানানো হবে।’
এদিকে জেমসের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘নগরবাউল জেমস’ থেকে বৃহস্পতিবার সকালে একটি পোস্টার পোস্ট করা হয়েছে।
সেই পোস্টারে জানানো হয়েছে, ‘এক যুগ পরে নতুন গান নিয়ে গুরু জেমস ফিরছেন চাঁদরাতে।’
এই খবরে উচ্ছ্বসিত জেমস ভক্তরা। এক ঘণ্টার ব্যবধানে ১০ হাজার রিয়্যাক্ট পড়েছে সেই পোস্টে। প্রায় হাজারো মানুষ কমেন্টে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পীকে।
কমেন্টে নিজেদের অপেক্ষার কথাও জানিয়েছেন জেমস ভক্তরা। একজন লিখেছেন, ‘ঈদ মোবারক গুরু, অপেক্ষায় আছি আপনার নতুন গানের।’
অন্য একজন লিখেছেন, ‘গুরু অপেক্ষায় থাকলাম।’
আরেক ভক্ত লিখেছেন, ‘অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও শুভকামনা রইল গুরু।’
এ রকম শত শত কমেন্টে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে জেমসকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা।