স্টাফ রিপোর্টার : সাংবাদিকতার আড়ালে গোপনে রাজশাহীতে জঙ্গি সম্পৃক্ততা ও জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন হতে দেবোনা বলে হুশিয়ারী দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা। আজ ১০নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত জরুরী সভায় বক্তারা এ ঘোষনা দেন।
জরুরী সভায় বক্তারা বলেন, আগামী ১২নভেম্বর শনিবার রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে জাতীয় সাংবাদিক সংস্থার নামে বিভাগীয় সম্মেলনের আহবান করেছেন যুদ্ধাপরাধী মুহাম্মদ আলতাফ হোসেন এর সহচর, সংগঠনের নামধারী যুগ্ম-মহাসচিব পরিচয়দানকারী মোহাম্মদ কামরুল ইসলাম। জাতীয় সাংবাদিক সংস্থার মাননীয় চেয়ারম্যন লায়ন নূর ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ও আমাদের রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দদের অবগত না করে, রাজশাহীতে পবিত্র কোরআন অবমাননাকারী “রাজশাহী প্রেসক্লাব” সভাপতি সাইদুর রহমান এর সাথে যোগসাজোস করে স্থানীয় সাংবাদিকদের সাথে রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দদের বিবাদ সৃষ্টি করতে চলেছেন তারা। এ ছাড়াও সারা দেশের যুদ্ধাপরাধীদের বাঁচানোর কৌশল হিসেবে মাঠ পর্যায়ে তাদের সাংবাদিকদের সংঘবদ্ধ করতে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন যুদ্ধাপরাধী মুহাম্মদ আলতাফ হোসেন এর সহচররা। যুদ্ধাপরাধীরা জামায়াতের সাথে আটঘাট বেঁধে তাদের অর্থায়নে এর আগে গত২৮ সেপ্টেম্বর ২০১২ইং তারিখে রাজধানীতে সমাবেশ ডাকায় প্রশাসনের সহযোগীতায় জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যন লায়ন নূর ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সে সমাবেশ প্রতিরোধ করেছিলেন। আবারো দীর্ঘ ১০বছর পরে একই কায়দায় জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজশাহীতে বিভাগীয় সম্মেলনের ডাক দেন তারা। আমরা রাজশাহী বিভাগীয় কমিশনার, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি কমিশনার বরাবর শান্তি শৃংখলা রক্ষা এবং যুদ্ধাপরাধীদের দোসরদের প্রতিহত করতে উক্ত স্থানে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির করার জন্য সংগঠনের পক্ষথেকে লিখিত ভাবে অনুরোধ করছি। সেইসাথে রাজশাহীর স্থানীয় সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীদের সাথেও আলোচনা করেছি।
সর্বশেষে বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যন লায়ন নূর ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নির্দেশে, প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় আমরা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা তাদের প্রতিরোধ করতে সর্বদা প্রস্তুত থাকবো বলে বলেন তারা।
রাজশাহী জেলার বাইরের নেতৃবৃন্দরা মোবাইলের মাধ্যমে সভায় যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দদের সাথে তাদের প্রতিরোধ করতে একমত পোষন করেন।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় দপ্তর সম্পাদক সুরুজ আলীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আসগর আলী সাগরের পরিচালনায় জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থীত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি মো: নুরে ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাইসাল আজম অপু,সহ-সভাপতি মাসুদ পারভেজ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক গোলাম রসুল রনক, যুগ্ম- সাধারণ সম্পাদক নাঈম হোসেন, অর্থ সম্পাদক ফাহমিদা আফরিণ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজনুভা তাজরিন অভি, রাজশাহী জেলা কমিটির সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ-সভাপতি আতিকুর রহমান আতিক , সহ-সাধারণ সম্পাদক (০১) আমিনুল ইসলাম (০২) মো: নাহিদ ইসলাম , সহ-সাংগঠনিক সম্পাদক মো: আনাস মোল্লা , অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: হালিম কাজি, প্রচার সম্পাদক সাঈদ হোসেন শাহী, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: সোনিয়া খাতুন, মুকিত ইসলাম শুভ প্রমুখ। এ ছাড়াও মোবাইলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেছেন সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম (আজম), সহ-সাধারণ সম্পাদক মো: পায়েল হোসেন রিন্টু তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।