নিজস্ব প্রতিনিধি ঃবাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেল হয়ে গেলো আজ।দীর্ঘ সময় পর সম্মেলন হলেও আজকে নেতৃত্ব ঘোষণা করা হবেনা বলে জানিয়েছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা সকল পদ প্রত্যাশি ছাত্রনেতাদের জীবন বৃত্তান্ত নিজ হাতে যাচাই বাছাই করে ও বিভিন্ন সংস্থার রিপোর্ট নিয়ে আগামি আওয়ামী লীগের সম্মেলনের পূর্বেই ছাত্রলীগের নতুন কমিটি প্রদান করবেন তিনি।
ছাত্রলীগের ৩০তম জাতীয় কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে বলেন “খালেদা জিয়া ঘোষণা করেছিলো, আওয়ামী লীগকে মোকাবেলা করায় ছাত্রদলই যথেষ্ট। জবাবে আমি ছাত্রলীগের হাতে বই,খাতা,কলম তুলে দিয়েছি।”