আলেক উদ্দীন দেওয়ান,স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা ধুলাউড়ী গ্রামে র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান পরিচালনা করে চোলাইমদসহ রিপনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ২০ এপ্রিল সন্ধ্যায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রহনপুর (খোয়ার মোড়) হইতে আড্ডা বাজার গামী পাকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে একজনকে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে ১০০ (একশত) বোতল চোলাইমদ উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা ২নং ওয়ার্ডের বাঁভুরগঞ্জ এলাকার নুর হোসেনের ছেলে রিপন (২৪)।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।