আবু সুফিয়ান,চারঘাট থেকেঃ আজ রক্তাক্ত ২১ আগস্ট। দেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। সেই নারকীয় সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে সভ্য জগতের অকল্পনীয় হত্যাযজ্ঞ চালানো হয় রাজধানীতে এক রাজনৈতিক সমাবেশে। আওয়ামী লীগের জনসভায় চালানো গ্রেনেডের হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুরকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সন্ত্রাসীবিরোধী সমাবেশে কথা বলতে গিয়ে সন্ত্রাসের শিকার হন আওয়ামী লীগ সভাপতি।

এ দিনটি কে স্মরণ করে সারাদেশে মতো ন্যায়
রাজশাহীর জেলার চারঘাটে ২১আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূিচর মধ্যে দিয়ে চারঘাট পৌর আওয়ামী লীগ দিবসটি পালন করে।

আজ (২১ আগস্ট শনিবার) বিকালে
চারঘাট পৌরসভার কার্যালয়ে মাঠে পৌর আ’লীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে পৌর আ’লীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পৌর মেয়র একরামুল হক সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ,ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন চারঘাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন জেলা আ’লীগের অন্যতম সদস্য সাইফুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার এবং সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা,সহ বিভিন্ন ইউনিটের দলীল কর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে