চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট পৌরসভা কর্তৃক পৌর এরাকার বিভিন্ন স্থানে (ডিবিসি) রাস্তা পাকাকরন এর শুভ উদ্বোধন করেন পৌর মেয়র একরামুল হক। রবিবার (১৮ ফেব্রæয়ারী) সকালে পৌরসভা আয়োজিত (আইইউআইডিপি) প্রকল্প আওতায় মেরামতপুর মূসা মেম্বার মোড় হতে খলিরের মোড় পর্যন্ত ৮০৭,০০ মিটার, রাহি-মাহির বাড়ী হতে আসান ঘোষের মোড় পর্যন্ত ৭০০.০০ মিটার ও হেলালের বাড়ী হতে জহিরের বাড়ী পর্যন্ত ২৪০.০০মিটার (ডিবিসি) দ্বারা রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর রানী বেগম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেনুল হক রানা, থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,ঠিকাদার মোশারফ হোসেন, সাইদুর রহমানসহ শিক্ষক মাজদার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
রাজশাহী পবাতে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সম্মেলন
মোঃ শাকিল আহামাদ রাজশাহী : রাজশাহী পবা উপজেলার কর্ণহার থানার ২নং হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা ইসলামীয়া দাখিল মাদ্রাসার মাঠে (৭ই ডিসেম্বর) শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণহার থানার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত…