আতিকুল্লাহ আরিফ, চাঁপাইনবাবগঞ্জঃ আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সমাজসেবক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল হাকিম বলেছেন, রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জনগণের অকুণ্ঠ সমর্থন আমাকে পৌর নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছে। জনসাধারণ চাইছে আমি নির্বাচন করি। জনসাধারণের চাওয়াকে গুরুত্ব দিয়ে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি জনগণের সাথে আছি, জনগণের সাথেই থাকতে চাই।
রোববার বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি দলের বাইরে নয়; আমি জননেত্রী শেখ হাসিনার বাইরে নয়। আমি দলের পক্ষে আছি। তবে কিছু কিছু ক্ষেত্রে জনগণের দাবি মূল্যায়ন করতে হয়। তাই জনসাধারণ যা চাচ্ছে আমি সেটা করছি। পৌরসভার জনগণ আমাকে নির্বাচন করতে বাধ্য করছেন।
স্বতন্ত্র নির্বাচন করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল হাকিম বলেন, জনগণ নিয়েই আমরা নেতা, জনগণ নিয়েই সরকার। জনগণই সব ক্ষমতার উৎস। জনগণকে নিয়েই সবকিছু। নেতৃত্ব এবং নির্বাচন সবকিছুতেই জনগণকে প্রয়োজন। আমি জনগণের কথা শুনছি। এখন জনগণ চাইছেন আমি নির্বাচন করি।