আতিকুল্লাহ আরিফ ঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে অস্ত্রসহ জামিরুল ইসলামকে গ্রেফতার করে।
এ সময় তার নিকট হতে ৩ টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় র্যাব ৫ ৷
গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার নয়নশুকা কাঁঠালিয়াপাড়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে জামিরুল ইসলাম (২৮)।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিরুল আগ্নেয়াস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। জামিরুল একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।