মুকুল আলী,চাঁপাইনবাবগঞ্জ সদরঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেসার্স নাহালা ফিলিং স্টেশন সংলগ্ন আম গাছের নীচ হতে ৩৬ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড এবং নগদ-৪৫০০ টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার
শিবগঞ্জ উপজেলার ঢোরবনা গ্রামের মৃত ফুটু মন্ডল ছেলে মোঃ রুহুল আমিন (৪৯)।
সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ৩০ এপ্রিল বিকাল ৫.৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানাই উল্লেখিত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।