নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নিয়মিত বাজার তদারকিমূলক অভিযানের অংশ হিসেবে ১০ আগস্ট মঙ্গলবার পৌর এলাকার ফকির পাড়ায় অবস্থিত বৈকালি বেকারির কারখানায় হানা দিয়ে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কারখানাটিতে টয়লেট ব্যবহার করার পর হাত ধোয়ার সাবান নেই। ভেতরের সামগ্রিক পরিবেশ নোংরা আর অপরিষ্কার। কর্মীদের মুখে ছিল না কোন মাস্ক।

এ ছাড়াও দেখা গেছে, বিভিন্ন তৈরিকৃত প্যাকেজিং শ্রমিকদের জন্য ফ্যানের বাতাসের ব্যবস্থা নেই। ফলে ঘামের শরীরে প্যাকেট করছেন এবং সেই ঘাম খাবারের গিয়ে পড়ছে। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তৈরি হচ্ছে ময়লাসহ খামির (মোল্ড) দিয়ে টোস্ট বিস্কুট।

আরও দেখা গেছে, ফ্রিজের ভেতরে ঈদের আগের কেক, বার্থডে কেক, পেস্ট্রি, মুরগির কিমা, মোরব্বা ইত্যাদি একসাথে রাখা হয়েছে। একটার সাথে আরেকটা মিশে একাকার। সেই সাথে ভেতরে বড় বড় পিপড়া দেখা গেছে।

জরিমানার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম কে বৈকালি বেকারির ম্যানেজার ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অন্যান্য কর্মকর্তা, সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

পৌরসভায় সবগুলো বেকারি ও কারখানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন, সহকারী পরিচালক জহিরুল ইসলাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে