নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ১০০গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৩ জন হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বটতলা গ্রামের আবদুল লতিফের ছেলে মো. বাবুল ওরফে বাবু ওরফে কাবিরুল (২৭), একই উপজেলার শান্তির মোড় সাহেবনগর এলাকার এনামুল হকের ছেলে সাদ আলম(২৩), ও সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়ার হেলাল আলীর ছেলে আলামিন (২১)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসগর আলী, এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমান, এসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স অভিযান ৩টি ডিবি ওসি বাবুল উদ্দিন সরদারের নির্দেশমত চালানো হয়।
৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার
শিকারপুর গ্রাম থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার ও ১ জনসহ বিভিন্ন সময়ে সদর উপজেলার ঘোড়াস্ট্যান্ড থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ ১ জন ও চরবাগডাঙ্গা ইউনিয়নের কাটাপাড়া থেকে ১০০ গ্রাম হেরোইন ১ জন মোট ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
এ সব ঘটনায় পৃথক ৩টি মামলা দায়ের শেষে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। – কপোত নবী।