
আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে, বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। সোমবার (২০ মার্চ) সকালে বিশ্বরোড মোড় থেকে একটি মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে দুই শতাধিক কৃষক।সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহ- সভাপতি হাসেন আলী, জেলা সাধারন সম্পাদক মিলন কুমার পাল, কৃষক কামাল উদ্দিন, আবেদ আলী, অ্যাড. সাইদুর রহমান, ইসরাইল হোসেন সেন্টুসহ অন্যরা। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের নিকট পাঁচ দফা দাবি জানিয়ে স্বারকলিপি প্রদান করা হয়েছে।বিক্ষোভ সমাবেশ পাঁচ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ নেতারা তাদের বক্তব্যে বলেছেন, বোরো মওসুমে সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকের কাছে থেকে অসাধু ডিলার অনেক বেশি দামে সার বিক্রয় করে। ফলে কৃষকের ফসল উৎপাদন খরচ বৃদ্ধি পাই। কৃষি বাজার ব্যবস্থা সিন্ডিকেটের দখলে। ধানের লাভজনক দাম না পেয়ে কৃষক দিশাহারা হয়ে পড়ছে বলে এসব কথা বলেন।