মুকুল আলী, চাঁপাইনবাবগঞ্জ সদরঃ চাঁপাইনবাবগঞ্জে সিপিসি-১ র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৬ এপ্রিল বিকাল ৫:৩০ মিনিট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর উজিরপুর গ্রামের নূরশেদ আলীর আম বাগানের পূর্ব পাশে র্যাবের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৮৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চর পাঁকা বিশ রশিয়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম ছেলে মোঃ সুমন আলী (২৩)।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট তএএ উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করে আসছে।
উপরোক্ত ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।