নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে একটি সরকারি বিশেষ গোয়েন্দা সংস্থা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর যৌথ অভিযানে পৌর এলাকার রেলবাগান প্রান্তিকপাড়া পানির পাম্পের কাছ থেকে ৫ লাখ টাকার ৫০ গ্রাম হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামি হচ্ছে, রেলবাগান প্রান্তিকপাড়ার শেলী বেগম ও আনোয়ার হোসেনের ছেলে রুবেল (৩৮)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি সরকারি বিশেষ গোয়েন্দা সংস্থা ও ডিএনসির উপ-পরিদর্শক আসাদুর রহমান, উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলাম যৌথ সঙ্গীয় ফোর্স ৪ আগস্ট শনিবার রাত ৯ টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।
এ সময় আসামি রুবেলকে তল্লাসী করে জিন্স প্যান্টের নিচে হাঁটুর কাছে এংক্লেটে বিশেষ কায়দায় রাখা পলিথিন থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১০।
রোববার বিকেলে জেলা ডিএনসির পরিদর্শক রায়হান আহমেদ খান ফক্স নিউজ বিডি কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।