
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে চেতনা মানবিক উন্নয়ন সোসাইটি ও নবজাগরণ সংস্থার বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশণ প্রোগ্রাম” এর অবহিত করণসভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আনোয়ার কামাল, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো,আমার বাড়ি আমার খামার প্রকল্পের কোঅর্ডিনেটর হাবিবুর রহমান, সহকারী প্রোগ্রামার আতিকুর রহমান এস.আই লালন, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেস চেতনা মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক জাফরুল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন নুরুন নবী সৈকত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন সংস্থা নবজাগরণ সংস্থার নাচোল শাখার কোঅর্ডিনেটর মোতালেব হোসেন।কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক জমিরুদ্দিন।
নাচোল উপজেলায় ৪৩টি বিদ্যালয়ের মাধ্যমে ৮-১৪ বছরের ঝড়ে পড়া শিশুদের পাঠদান দেওয়া হবে বলে অবহিতকরণ সভায় জানানো হয়।