নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ ভয়েস চাঁপাইনবাবগঞ্জ। সংগঠনটি যে কোন দূর্যোগ, মহামারী ও মানুষের জরুরী প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।

গত ৩ আগস্ট জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র এ্যাডভোকেট মো. গোলাম কবির, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ উপস্থিত ছিলেন।

আরও ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর জেলা সভাপতি ডা. মো. গোলাম রাব্বানী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মজিদ, হাড় জোড় বিশেষজ্ঞ ড. মো. ইসমাইল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মাহফুজ রায়হান ও ডা. মো. রেজাউল করিম, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ আহমেদ সায়িমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য, অনুষ্ঠানে অতিথিবৃন্দ গ্রীণ ভয়েস চাঁপাইনবাবগঞ্জ এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে গ্রীণ বাংলা পরিবারকে সর্বদা সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে