
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ ভয়েস চাঁপাইনবাবগঞ্জ। সংগঠনটি যে কোন দূর্যোগ, মহামারী ও মানুষের জরুরী প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
গত ৩ আগস্ট জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র এ্যাডভোকেট মো. গোলাম কবির, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ উপস্থিত ছিলেন।
আরও ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর জেলা সভাপতি ডা. মো. গোলাম রাব্বানী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মজিদ, হাড় জোড় বিশেষজ্ঞ ড. মো. ইসমাইল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মাহফুজ রায়হান ও ডা. মো. রেজাউল করিম, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ আহমেদ সায়িমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য, অনুষ্ঠানে অতিথিবৃন্দ গ্রীণ ভয়েস চাঁপাইনবাবগঞ্জ এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে গ্রীণ বাংলা পরিবারকে সর্বদা সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।