নিজস্ব প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ফতেপুর গ্রামে অভিযান পরিচালনা অস্ত্রসহ দেলোয়ার কে গ্রেফতার করেছে র্যাব। এ সময় দেলোয়ারের কাছ থেকে বিদেশী পিস্তল-০১ টি, ওয়ান শুটারগান-০১ টি, ম্যাগজিন-০২ টি ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চাদপুর মুক্তারপাড়া এলাকার ভেনচু ইসলামের ছেলে দেলোয়ার (২০)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র গুলো উদ্ধার করা হয় এবং ১ জন ব্যক্তি পালিয়ে যায়।
উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।