গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে সমবায় অধিদপ্তরের আওতায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক সমাপ্ত প্রকল্পের আওতায় গঠিত ২ টি সমিতির ৪০ জনের মাঝে প্রতি সদস্যকে ১ লক্ষ টাকা করে মোট ৪০ লক্ষ টাকা আবর্তক তহবিল হতে ঋণ বিতরণ করেন।
গোদাগাড়ী উপজেলা সমবায় অফিসার জনাব আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মজিদ, যুগ্ম-নিবনধোক বিভাগীয় সমবায় কার্যালয় রাজশাহী বিভাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুর রহমান, জেলা সমবায় অফিস রাজশাহী।