কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের নগরীপাড়া গ্রাম থেকে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।
বুধবার (০৮ সেপ্টেম্বর) রাতে লাকসাম থানার এসআই কিশোর কুমার দে ও তার সঙ্গীয় ফোর্স এর বিশেষ অভিযানে পাশ্ববর্তী বরুড়া থানার কলাখাল গ্রামেত মৃত আবদুল জলিলের ছেলে মোঃ সাইফুল ইসলামকে ২৫০ গ্রাম গাজাসহ আটক করেন।
লাকসাম সার্কেলের আওতাধীন লাকসাম থানায় জানুয়ারি’২১ থেকে অদ্যাবধি মাদকের মামলার তথ্য: লাকসাম থানায়; ইয়াবা উদ্ধার-৫৮০১ পিস, গাঁজা উদ্ধার- ৯০ কেজি ৬৮৭.৫০ গ্রাম, বিদেশি মদ-৩৭ বোতল, দেশীয় চোলাই মদ -১০৯ লিটার, বিয়ার-১৭ ক্যান, ফেনসিডিল-৫৩ বোতল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ২টি, মোটরসাইকেল দুইটি, পিকআপ একটি, অটোরিকশা ২টি, মোবাইল ৩টি
সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মহিতুল ইসলাম এর নির্দেশনা ও লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও তদন্ত ওসি মাসুদের পরামর্শক্রমে লাকসামে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।
কিছুদিন থেকে লাকসামে পুলিশের বিশেষ অভিযানে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করাতে স্থানীয় এলাকার শান্তিপূর্ণ জনগণ ধন্যবাদ জানান!