ডেস্ক নিউজ ঃলক্ষ্মীপুরে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার দিঘলীর দক্ষিণ খাগুড়িয়া এলাকা থেকে শনিবার দুপুরে মিলন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী জাহানারা বেগম ও ছেলে মোশারেফ হোসেনকে আটক করেছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মিলন হোসেন শনিবার রাতে খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ বাড়ির পাশে গাছের সঙ্গে বাঁধা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মিলন ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তার বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে।
তবে নিহতের স্ত্রী জাহানারা পুলিশের হাতে আটকের আগে সাংবাদিকদের জানান, শনিবার রাতের খাবার খেয়ে সে আর বাসায় ফেরেননি। সকালে তার মরদেহ দেখা যায়। তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ওসি জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে যারাই জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।