নিজস্ব প্রতিনিধিঃ গভীর রাতে রাজশাহী শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তার পাশে রাত কাটানো অসহায় মানুষ , রাস্তার ধারে শুয়ে থাকা ছিন্মূল মানুষ, নাইট গার্ডসহ বিভিন্ন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে দেখাযায় মানবিক ছাত্রনেতা রাশিক দত্ত কে।
জানতে চাইলে রাশিক দত্ত বলেন,বাংলাদেশের সব চাইতে বেশি শীত পড়ে উত্তরবঙ্গে। হিমালয়ের হাড় কাঁপানো শীতল বাতাসে শীতের পরিমাণ তীব্র, এতে ছিন্নমূল মানুষে বেঁচে থাকা অনেক কঠিন,তাই বৃত্তবান দের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অনুরোধ করছি।যার যতটুকু সম্ভব ততটুকু দিয়েই পাশে দাড়াতেও আহ্বান জানান তিনি
এসময় তার উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের কাওসার আজিম রাফি,শাহরুখ, ইমন,সজিব প্রমুখ।