মোহনপুর প্রতিনিধিঃ মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়নপুর গ্রামে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে মাসুদ রানা নামের এক যুবককে মারধোর করার অভিযোগ উঠে। ঘটনার সময় প্রাণ বাঁচাতে সরকারি ৯৯৯ নাম্বার ফোন দিলে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাম-যখম অবস্থায় ভিকটিম কে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খোঁজ নিয়ে যানা গেছে, আতানারায়নপুর গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে মাসুদ রানা তার নিজের জায়গায় খড়ের পালা দেওয়ার সময় তার প্রতিবেশী আত্রাই মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনুর রশীদ বাধা দেয়। এসময় মাসুদ প্রশ্ন করলে মামুন ক্ষিপ্ত হয় এবং তার স্বজন রুস্তম আলি ও পিতা হামিদ আসে। কিছু বুঝে উঠার আগেই রুস্তম ও মামুন লাঠি দিয়ে মাসুদের মাথাসহ শরীরে আঘাত করে। এতে মাসুদের মাথা, বুক পিঠ সহ অসংখ্য খাম যখম ও অতিরিক্ত রক্ত ক্ষরনে বর্তমানে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কনো মামলা হয়নি,তবে চিকিৎসা শেষে মামলা করার কথা জানিয়েছেন ভিকটিম মাসুদ রানা।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।