ডেস্ক নিউজ ঃ স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের ক্ষীণ সম্ভাবনা জাগিয়ে রেখেছিল বার্সেলোনা। টানা তিন হারে তা পুরোপুরি উবে গেছে। চাভি এরনান্দেসের বার্সেলোনা রেনেসাঁ মুখ থুবড়ে পড়ায় রিয়াল মাদ্রিদ এখন শিরোপা থেকে ১ পয়েন্ট দূরে।
নিজ মাঠে রোববার রাতে রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হারে বার্সেলোনা। ম্যাচের ৭ মিনিটে আলভারো রিভেরার গোল লিড নেয় ভায়েকানো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা।
কাম্প ন্যুয়ে বাকি প্রায় ৮৫ মিনিট ডিফেন্স দৃঢ় রাখে সফরকারী দল। বার্সেলোনা পজেশনের অধিকাংশ নিজেদের দখলে রাখলেও গোলের দেখা পায়নি। ফলে ঘরের মাঠে টানা তৃতীয় হারের স্বাদ নিতে হয় চাভির দলকে আর ছেড়ে দিতে হয় শিরোপার আশা।
এতে করে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের অংশীদার হয়েছে বার্সেলোনা। ১৯৯৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে টানা ৩ ম্যাচ হারল বার্সা।
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন বার্সেলোনা কোচ চাভি এরনান্দেস। বার্সা টিভিকে তিনি বলেন, ‘কিছু ম্যাচ বেশ জটিল হয়ে দাঁড়ায়। এর কারণটা হচ্ছে আমরা জানি না ঠিক কীভাবে ম্যাচগুলো শুরু করা উচিত। আজকের ম্যাচে হারটা লজ্জাজনক। ব্যবধান কমানোর একটা সুবর্ণ সুযোগ ছিল।’
বার্সেলোনার হারে সবচেয়ে লাভবান হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এ সপ্তাহে তাদের আর লিগের ম্যাচ নেই।
শনিবার রাতে এসপানিওলের সঙ্গে ড্র করলেই এক মৌসুম পর লিগ শিরোপা জয় করবে তারা। বার্সেলোনার চেয়ে তারা ১৫ পয়েন্ট এগিয়ে।
৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট রিয়ালের। ৬৩ পয়েন্ট বার্সেলোনার। সমান পয়েন্ট সেভিয়ার। ৬১ পয়েন্ট নিয়ে চারে আছে আতলেতিকো মাদ্রিদ।