

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৬৩৯ ভোটারের মধ্যে মোট ভোট সংগ্রহ হয় ৫৯৯। শুক্রবার (৩ জুন) কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সারাদিন ব্যাপি উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতি পদে ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র আলাউদ্দিন আলো ও সাধারণ সম্পাদক পদে ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পৌর যুবদলের সাবেক আহবায়ক মশিউর রহমান। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রভাষক খুশবর রহমান পেয়েছেন ২৬৬ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওসমান আলী পেয়েছেন ১৯৪ ভোট।এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, এ্যাড, মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জুল হোসেন তপু, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালি, মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান প্রমূখ