মোহনপুর প্রতিনিধিঃ কেশরহাট পৌরসভা আওয়ামী যুবলীগের তিনটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বিকালে পৌরসভার বিশালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে পৌর যুবলীগের অন্তর্গত ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়।
এসময় সকলের সম্মতিক্রমে ৩নং ওয়ার্ডে সভাপতি আসাদ আলী, সাধারণ সম্পাদক সোহেল রানা, ৪নং ওয়ার্ডে শাফিউর রহমান শাফি, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৫নং ওয়ার্ডে উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা। নতুন নেতৃত্বদের সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের দায়ীত্ব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করার জন্য সহোযোগিতা করতে নির্দেশ প্রদান করা হয়।
কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জামাল হোসেনের সঞ্চালনায় এ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, প্রধান বক্তা মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাড. শাহিন শাহ্, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জাম মুক্তা, পৌর যুবলীগের সাবেক সভাপতি রোকানুজ্জামান (টিটু), পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, যুবলীগ নেতা রবিউল ইসলাম, শাহেব আলী, জুয়েল রানাসহ যুবলীগের নেতাকর্মীরা।