
মুর্শেদ শাকিল: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার একটি সহযোগী প্রতিষ্ঠান শাপলা কালচারাল স্কুল। গান-নাচ, নাটকের পাশাপাশি প্রতিষ্ঠানটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে মনে রাখা, লালন করা, ধারণ করা এবং এটিকে বিকশিত করার জন্য নানাবিধ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সদ্য প্রয়াত রাজশাহীর সন্তান ও বাংলাদেশের কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোর স্বরণে এক শোকসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন। শুক্রবার বিকেল ০৩:০০ মিনিটে রাজশাহীর মোহনপুর উপজেলাধীন কেশরহাটস্থ শাপলা হল রুমে পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠ এর মধ্য দিয়ে শোকসভার অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার মুন্ডমালা শাখার এমআইএস অফিসার জনাব মনিরুজ্জামান। এরপর প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার জনাব যাদব চন্দ্র রায় গীতা পাঠ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার জনাব যাদব চন্দ্র রায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নিবার্হী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র জনাব রুস্তম আলী প্রাং, বিশিষ্ঠ কবি সাহিত্যিক ও প্রাবন্ধিক জনাব মুকুল কেশরী, শাপলা কুড়িঁর সম্পাদক জনাব মোঃ আশরাফুল হক পলাশ, তরুন সমাজসেবক জনাব দেলোয়ার হোসেন, কেশরহাট ডিগ্রী কলেজের শিক্ষক জনাব আবুল কালাম আজাদ সহ আরোও গুনীজন।
প্রধান অতিথির বক্তব্যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নিবার্হী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী প্রথমেই শোক প্রকাশ করেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, এন্ড্রু কিশোর বাংলাদেশের সম্পদ আর রাজশাহীর গর্ব। সক্রেটিস-নিউটন কে যেমন আমরা ফিরে পাব না ঠিক তেমনি কিশোর কেউ আমরা ফিরে পাবোনা, তবে কিশোর থাকবে আমাদের হৃদয়ে। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের সংগীতকে একটা আসরে পৌঁছে দিতে তার ভ’মিকা অবিস্মরনীয়। শুধু কিশোর নয় এখন থেকে সকল গুণী মানুষের জন্য এরকম স্মরন সভার আয়োজন করার পরামর্শও প্রদান করেন শাপলা কালচারাল স্কুলের কর্মকর্তাদের।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র জনাব রুস্তম আলী বলেন, শাপলা কালচারাল স্কুল কে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে অনুষ্ঠান টি উপহার দেবার জন্য। এন্ড্রু কিশোরের সাথে রাজশাহীর সম্পর্ক হৃদয়ের, তার গানের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন তিনি আমাদের মাঝে আজীবন।
শাপলা কুড়িঁর সম্পাদক জনাব মোঃ আশরাফুল হক পলাশ বলেন সুর তাল লয়ে কিশোরের আধিপত্য অসম্ভব। বাংলা চলচিত্রের গান কে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার স্বরণে এমন অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবিদার।