মোহনপুর প্রতিনিধিঃ মোহনপুর উপজেলা কেশরহাটে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনব্যাপী কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পে ১০৫৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৬৮ জন রোগীর চোখে লেন্স প্রতিস্থাপন ও ৮৮৭ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প-২০২২ এর আয়োজন করেন ‘মুক্তিযুদ্ধ চেতনা ফাউন্ডেশন’। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম। চিকিৎসা সহায়তায় ছিলেন, দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল। সার্বিক তত্বাবধানে ছিলেন, হেনা এন্টারপ্রাইজ কেশরহাট শাখার স্বত্বাধিকারী উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। পৃষ্ঠপোষকতায় ছিলেন, মেয়র, কেশরহাট পৌরসভা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াঙ্কা দাস, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, কেশরহাট কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
সহযোগিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপ- ব্যবস্থাপক রবিউল করিম, ইসলামি ব্যাংক লিমিটেড কেশরহাট শাখা প্রধান সেরাজুল ইসলাম প্রমুখ।