পরিমল কুমার পরাণঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আজ বিকেলে প্রদীপ্ত সাহিত্যাসরের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রদীপ্ত সাহিত্যাসরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন। সভায় সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আসন্ন ১১ নভেম্বর ২০২২ প্রদীপ্ত সাহিত্যাসরের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী, সাহিত্য সম্মেলন ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়। সেই সাথে উপস্থিত কবিদের নিকট কবিতাপ্রদান ও অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রদীপ্ত সাহিত্যাসরের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ এজাহারুল হক মৃধা, কবি সিরাজুল ইসলাম মন্টু, খাদিজা ইসলাম কথা, আবু তালেব মৃধা, আয়নাল হক, নাজমুল দেওয়ান, মোঃ ছানারুল ইসলাম, শেখ তৈমুর আলম, অভী মন্ডল, মোঃ আফজাল হোসেন, মোঃ মামুন অর রশীদ, ফজলে খোদা মিলন, পরিমল কুমার পরাণসহ অন্যান্য কবি ও সাহিত্যীকবৃন্দ। সাহিত্য আসরে দুর- দুরান্ত থেকে অনেক কবি ও সাহিত্যিকদের আগমন ঘটে। কবিতা পাঠের পাশাপাশি সংগীতের আয়োজন করা হয়। সাহিত্য আসর কবি ও সাহিত্যীকদের মিলন মেলায় পরিণত হয়।