মোহনপুর প্রতিনিধিঃ মোহনপুরের কেশরহাট পৌর শাখা আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ২০০ ভোটের যুদ্ধে নেমে ৯৫ ভোট পেয়ে ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনুস আলী। আর ৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামসুল আলম।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রথম অধিবেশনের বক্তব্য শেষে বিরতির পর দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অংশ নেন ৮ জন প্রার্থী। এদের চার-জন সভাপতি পদে ও চার-জন সাধারণ সম্পাদক পদে।
কাউন্সিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাবেক সহ-সভাপতি রুস্তম আলী প্রাং, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌরসভা আওয়ামীলীগের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক শরিফুল ইসলাম, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, পৌর যুবলীগের সাবেক সহসভাপতি রোকমতজামান টিটুসহ স্থানীয় আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।