নিজস্ব প্রতিবেকঃ কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে উপজেলার আটমাইলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিরপুর উপজেলার বাগোয়ান এলাকার মোস্তফার ছেলে শিশির (২০) ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুভলের মেয়ে মেহেরনিগার (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ভেড়ামারা থেকে সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে উল্টো দিকে আসা রাজশাহীর একটি মাইক্রোবাসের সাথে অটো রিকশারটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটো রিকশার যাত্রী গৃহবধূ মেহেরনিগার ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহায়তায় ঘটনায় আহত চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে পথেমধ্যে শিশির মারা যান।
খবর পেয়ে পুলিশ সিএনজি ও মাইক্রোবাস আটক করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে