নিজস্ব প্রতিনিধিঃ কাঁচা আমের জিলাপি নাম দিয়ে ক্রেতাকে ঠকানো ও রং-সুগন্ধি মিশিয়ে জিলাপি তৈরি করায় ‘রসগোল্লা’ নামক মিষ্টি বিক্রির প্রতিষ্ঠান কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
রাজশাহীতে কাঁচা আমের জিলাপি তৈরি করে আলোচনায় আসা মিষ্টান্ন প্রতিষ্ঠান রসগোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মারুফ আল হাসান। এ সময় মহানগর ডিবি পুলিশ ও বিএসটিআই পরিদর্শক উপস্থিত ছিলেন।