নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ (৫৭)।

গত শনিবার (১১ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

এর আগে গত ৩ জুলাই প্রথম দফা নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর নিজ বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শনাক্ত হওয়ার এক সপ্তাহ পর দ্বিতীয় দফা টেস্টে করোনামুক্ত হলেন তিনি।

ডা. জাহিদ জানান, তাঁর শরীরে তেমন কোনো উপসর্গ ছিল না। তবে তার মেয়ে করোনা পজিটিভ হওয়ায় তিনিসহ পরিবারের অন্যরা করোনা টেস্ট করান। সেখানে তাঁর পজিটিভ আসে। তবে এখন বাড়ির সবাই সুস্থ।

ডা. এফএমএ জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। এছাড়া ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে