“থাকবো তোমারি পাশে”
লেখক : কামাল পারভেজ সবুজ
জীবনের পথে কখনও যদিগো
ঝড়, ঝাপটা আসে
মমতাময়ী সেদিনও আমিযে
থাকবো তোমারি পাশে।
তুমিযে আমার পথ প্রদর্শক
মানিক ও রতন,
বাবা মায়ের পরেই আমার
সবচেয়ে আপন জন।
তোমার পাশে থাকলে আপা
কষ্ট হয়যে সুখ,
সারাটি জীবন চাই দেখতে
পবিত্র ওই মুখ।
যাও এগিয়ে দূর বহুদূরে
আমরা আছি যে পাশে,
তোমার হাসিতে আমরা হাসি
এই জনপদ হাসে।
বরেন্দ্রের এই কোমল মাটিতে
তুমিই আগামীর আলো,
লাখো জনতার প্রাণ স্পন্দন তুমি
তোমাকেই বাসি ভালো।
আসে যদি আঁধারের রাত
অগ্নি, তুফান আসে
মমতাময়ী সেদিনও আমিযে
থাকবো তোমারি পাশে…….