
নিজস্ব প্রতিনিধি ঃ মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের অত্যান্ত আস্থাভাজন বর্তমান চেয়ারম্যান,অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান (মনির) এর হাতেই নিমপাড়া ইউনিয়ন পরিষদ নিরাপদ। নৌকা প্রতীক আবারও আপনারই হবে ইনশাআল্লাহ । এলাকা বাসি আবারে মনির কেই চাই এমন করে বলছিলেন মশিউর রহমান বাবু,ইসরাফিল হোসেন,ব্যাসায়ী জিল্লুর রহমান সহ ৯ ওয়ার্ডের অসংখ্য মানুষ।
মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ- শাহরিয়ার আলম ভাইয়ের বিশ্বস্থ ব্যাক্তি,
সমগ্র ইউনিয়নের আস্থার প্রতিক,ক্লিন ইমেজ, সৎ নিষ্ঠাবান মাদক বিরোধী ৪ নং নিমপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সফল চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মোঃ মনিরুজ্জামান মনির ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে আবারো মনির কেই দেখতে চাই এলাকা বাসি।
অসংখ্য দৃশ্য মান উন্নয়ন সহো এলাকা বাসির সুখে দুখে পাশে থাকা ও সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার শালিশ করায় জনগণের অন্তরে জায়গা করে নিয়েছেন চেয়ারম্যান মনির বলে দাবি করেন সাধারন মানুষ।