রিমঝিম এ বৃষ্টিতে ভিজে সারা শহর
ধুয়ে নিয়ে যায় চেনা-অচেনা প্রান্তর
কেউ দেখে না আমার অশ্রুর নহর
কষ্টের বৃষ্টিতে ভিজে মনের অন্দর।

হাজারো সপ্নের হয়েছে মৃত্যু নিয়ে টানা-পোড়ন
তবুও চলে ভালো থাকার মিথ্যে আয়োজন
ইচ্ছের গলাটিপে দেখানো সত্যের বাস্তবায়ন
মনটাকে আগে বুঝাই করতে আপন উন্নয়ন

দিনে-দিনে ঘটে যাওয়া সকল কার্যকলাপ
চাইলেও যায়না সংক্ষেপ করে আলাপ
চলতেই থাকে চলমান সকল পরিতাপ
দমিয়ে যাবে হয় যদি সবকিছু বিলোপ।।