রিমঝিম এ বৃষ্টিতে ভিজে সারা শহর
ধুয়ে নিয়ে যায় চেনা-অচেনা প্রান্তর
কেউ দেখে না আমার অশ্রুর নহর
কষ্টের বৃষ্টিতে ভিজে মনের অন্দর।

হাজারো সপ্নের হয়েছে মৃত্যু নিয়ে টানা-পোড়ন
তবুও চলে ভালো থাকার মিথ্যে আয়োজন
ইচ্ছের গলাটিপে দেখানো সত্যের বাস্তবায়ন
মনটাকে আগে বুঝাই করতে আপন উন্নয়ন

দিনে-দিনে ঘটে যাওয়া সকল কার্যকলাপ
চাইলেও যায়না সংক্ষেপ করে আলাপ
চলতেই থাকে চলমান সকল পরিতাপ
দমিয়ে যাবে হয় যদি সবকিছু বিলোপ।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে