এমপি ফারুক চৌধুরীর নামে অপপ্রচার! 

তানোর প্রতিনিধি: রাজশাহী- ১( তানোর – গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি বরেন্দ্র অঞ্চলের শহীদ পরিবারের পোড়া মাটির সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী কে নিয়ে একটি মহল আবারো মিথ্যা চার শুরু করেছেন বলে মনে করছেন তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃনমুলের আপামর কর্মীরা। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পুর্বক বর্ধিত সভা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ১৬ জনু। গতকাল শনিবার সকালের দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পরিষদ মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভা শুরু হওয়ার আগ মুহুর্তে বিক্ষুব্ধ তৃনমুল নেতাকর্মীরা বর্তমান সভাপতি গোলাম রাব্বানী ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কে লক্ষ্য করে বিদ্রোহীর গড ফাদার হাতুড়ি মোটরসাইকেল সহ বেইমান মুসতাকরা এখানে কেন, তারা আওয়ামী লীগের দুশমন, তারা মীর জাফর, আত্মসাৎ কারী, টাকা ফেরত চাই, নইলে কর্ম দে এধরনের নানা স্লোগান দিতে থাকেন। কোনভাবেই নেতাকর্মীদের শান্ত করতে পারছিল না। এক প্রকার বাধ্য হয়ে গোলাম রাব্বানী মঞ্চ থেকে নেমে চলে যেতে লাগেন। তখন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাব্বানীর হাত ধরে টেনে মঞ্চে বসতে বললেও বসাতে পারেন নি। অবশেষে দুজনই মঞ্চ থেকে পালিয়ে যান। এমনকি জেলা সভাপতি সম্পাদক ও অন্য নেতারা তাদেরকে ডেকেও আনতে পারেন নি।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্ধিত সভার বিশেষ অতিথি শরিফ খান বলেন, রাব্বানী বিগত ৭/৮ বছর ধরে রাব্বানী কোন জাতীয় দিবস ও দলীয় কোন সভা করতেন না। অবশ্য ওই সময় মামুন প্রতিটি সভা করতেন। বিগত ২০১৯ সালে মামুন উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে রাব্বানী সাথে এক হয়ে যান। দুজন মিলে দলের সাথে গাদ্দারি করা শুরু করেন। গতকাল শনিবার বর্ধিত সভায় দীর্ঘ দিনের ক্ষোভ প্রকাশ করেছেন তৃনমুলের নেতাকর্মীরা। এখানে ফারুক চৌধুরী অতিথি মাত্র। তাও তাকে বিশেষ অতিথি করা হয়েছিল । রাব্বানী ছিল সভার সভাপতি আর মামুন ছিল সঞ্চালনার দায়িত্বে। তাদের নেতৃত্বে সভা হবে। অথচ তারাই পালিয়ে যাচ্ছেন। কেমন নেতা যে মঞ্চ থেকে চলে যায়। আর তারা বলছে এমপি তাড়িয়ে দিয়েছে। এর চেয়ে মিথ্যা আর কি হতে পারে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বলেন, তৃনমুল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রান। তারাই দলের শক্তি। তৃনমুলের নেতাকর্মীরা কিছু বললে নেতাদের আশীর্বাদ। আর তাদের কথা যারা সহ্য করতে পারবে না তাদের দল না করায় ভালো। এখানে এমপি ফারুক চৌধুরী অতিথি মাত্র। তিনি কোন কথায় বললেন না। আর তিনিই নাকি রাব্বানী মামুন কে মঞ্চ থেকে তাড়িয়ে দিয়েছে এর চেয়ে ভাঁওতাবাজি আর কি হতে পারে।
রাব্বানী মামুন ও তানোর পৌর মেয়র ইমরুল এবং মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমানের নেতৃত্বে তানোর পৌর ভবন থেকে মিছিল নিয়ে সভায় আসেন।
এদিকে পালিয়ে যাওয়ার পর রাব্বানীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান তাদের সাথে মারামারি করে মামলার আসামি হওয়া যাবে না। আমি পুরো বিষয় এসএম কামাল সাহেব কে জানিয়েছি।আর রাজনীতি করা যাবে না, তারাই করুক রাজনীতি।
তাদের একান্ত সহচর নাম প্রকাশে অনিচ্ছুক জানান, বর্ধিত সভার আগের দিন আমাদেরকে নির্দেশ দেন সভা ছেড়ে যাওয়া যাবে না। প্রয়োজনে মারপিট করলেও করতে হবে। কিন্তু তারাই আগে পালিয়ে যাচ্ছেন। আর আমাদের কোন খোজ নিচ্ছে না। এরা বিশ্বাস ঘাতক, তাদের কাছ থেকে দুরে থাকা ভালো।
এমপি ফারুক চৌধুরী বলেন, তারা সভার সভাপতি ও সঞ্চালক। কিন্তু তৃনমুলের নেতাকর্মীরা দীর্ঘদিন পর তাদেরকে মঞ্চে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আর এটাই সহ্য করতে না পেরে পালিয়ে গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। তারা এতদিন নৌকা ফুটো করতে হাতুড়ি মোটরসাইকেল বিদ্রোহ কত কি করল। আগামীর নেতৃত্ব যেন ক্লিন ইমেজের পরিক্ষিতরাই পান, যারা আওয়ামী লীগের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে তারা যেন নেতৃত্বে না আসতে পারে এজন্য জেলার নেতাদের প্রতি আহবান জানান।
এদিকে রাব্বানী মামুন পালিয়ে পৌরসভায় আসলে সেখানে অনেক পাওনাদার তাদের কে ঘিরে ধরলে কোনমতে গাড়িতে উঠেই হাওয়া।এক টানে শহরের গড ফাদারের কাছে।

Related Posts

মোহনপুর থানার সাবেক বিএনপি নেতা ইসলাম আলী আর নেই

মোহনপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ইসলাম আলী সরদার ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। তিনি ব্রেইনস্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে…

মুক্তার মাহমুদ স্টাফ রিপোর্টার: রাজশাহী  পবায় চাঁদা না দেওয়ায় অর্ধশতাধিক গাছ কাটলেন ইউপি সদস্য মোঃ ইসহাক আলী শিরোনামে বেশ কিছু অনলাইন পত্রপত্রিকা এবং বরেন্দ্র টিভিতে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মোহনপুর থানার সাবেক বিএনপি নেতা ইসলাম আলী আর নেই

  • By admin
  • July 14, 2025
  • 22 views
মোহনপুর থানার সাবেক বিএনপি নেতা ইসলাম আলী আর নেই

প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে শি-স্টেম ও সেবার যুগান্তকারী উদ্যোগ

  • By admin
  • July 10, 2025
  • 59 views
প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে শি-স্টেম ও সেবার যুগান্তকারী উদ্যোগ

রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ 

  • By admin
  • July 10, 2025
  • 69 views
রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ 

আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন

  • By admin
  • July 9, 2025
  • 87 views
আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন

বাঘায় ১৭ মামলার আসামী মাদক সহ আটক ২

  • By admin
  • July 9, 2025
  • 235 views
বাঘায় ১৭ মামলার আসামী মাদক সহ আটক ২