ইলিয়াস রাজঃ সালাহউদ্দীন সুমন। জন্ম- আদমদীঘি, বগুড়া। যিনি ছোট বেলায় লেখক হতে চেয়েছিলেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালে সাংবাদিকতা শুরু করেন।
‘সময়’ টিভিতে তিনি দীর্ঘ দিন কর্ম রত ছিলেন। সময় টিভিতে কাজের পূর্বে তিনি ‘দেশ’ টিভিতে কাজ করেছেন। প্রথম সাংবাদিকতা শুরু করেন ‘পত্রিকা’ হতে।
বর্তমানে তিনি ইউটিউব ও ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন। প্রথিতযশা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইতোমধ্যেই তিনি পরিচিতি লাভ করেছেন।
আপাদমস্তক একজন নিরহংকার মানব। ভয়ানক আন্তরিক। যিনি ভ্রমণ শ্রমিক হয়ে দেশ-বিদেশের অনেক জানা-অজানা বিষয়াদি, ঐতিহাসিক নিদর্শন অবিরত মানুষের সম্মুখে তুলে ধরছেন।
বদনে হরিৎ হাসি ও আন্তরিকতায় ষোলকলা ঋদ্ধ।
সুমন ভাইয়ের ধরণী মানুষের সমাগমে আরো সমৃদ্ধ হোক। তাঁর সৃষ্টি কর্মগুলো চিরঞ্জীব হোক। সোনালী ধান সদৃশ ছড়িয়ে পড়ুক বিশ্বময়।
এমন সোনা তুল্য মানব বেঁচে থাক মানব হৃদ মুকুরে অনন্ত কাল।