মুকুল রাজ,কু‌ড়িগ্রাম জেলা প্রতি‌নিধি:

উলিপুরে লেবু শর্মা (২৫) নামে গলায় ওড়না পেঁচানো এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, রোববার (২৩ জুলাই) সকালে দলদলিয়া ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে। সে ওই গ্রামের শেফালীর রাণীর ছে‌লে এবং সুবল শর্মা। তিনি পেশায় একজন নরসুন্দর বলে জানা গেছে। এছাড়াও এলাকাবাসী জানায়, লেবু শর্মা সহজ -সরল ও মিশুক প্রকৃ‌তির ছে‌লে , হঠাৎ প‌রিবা‌রের সা‌থে কলহ লাগায় এমন‌টি ঘ‌টে‌ছে।ত‌বে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লেবু শর্মা প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী ঠুটাপাইকর বাজারের দোকান থেকে রাতে বাড়িতে আসেন। ঘটনার দিন রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। এরপর স্ত্রীকে ঘুমে রেখে কোন এক সময় রুম থেকে বাহির হয়ে বাহিরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মাহত্যা করেন তিনি। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, লেবু শর্মার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হলে ময়নাতদন্তের রিপোর্ট আসলে অপমৃত্যুর কারণ জানা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে