উন্নয়ন মেগা প্রকল্পে, যুক্তরাষ্ট্রের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ ঃ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের সড়ক, রেলপথ ও নৌ যোগাযোগ উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিনিয়োগও চেয়েছেন তিনি।

বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে। এসব অঞ্চলের একটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য আলাদা করে দেয়া যেতে পারে।

মঙ্গলবার সকালে গণভবনে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশ আরও সহজ করতে সম্ভাব্য সর্বোত্তম নীতি কাঠামোর গ্রহণেও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আশ্বস্ত করেন সরকার প্রধান।

অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং অন্যান্য বাণিজ্য সুবিধার মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে বাংলাদেশ আলোচনায় প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা।

ভৌত অবকাঠামোর পাশাপাশি, বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত নিয়ম-কানুনগুলোকে সরকার হালনাগাদ ও সহজ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে বাংলাদেশে বিনিয়োগ নীতি সবচেয়ে সহজ।’

এই সুযোগকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা গ্রহণ করবে বলেও বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি, অবকাঠামো, হালকা প্রকৌশল পণ্য, মোবাইল ফোন এবং ইলেকট্রনিক পণ্য, অটোমোবাইল, কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মাসিউটিক্যালস, সিরামিকের মতো সম্ভাব্য খাতে আরও বিনিয়োগ করবে।’

তিনি বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে গ্রাজুয়েট করার সুপারিশ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ দেশে উন্নীত হতে চাই। আর তাই আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণ বিনিয়োগ আমাদের প্রয়োজন।’

গত পাঁচ বছরে রপ্তানির পরিমাণ ৩ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে বলেও জানান তিনি। বলেন, ‘রপ্তানির পরিমাণ ২০১৬-১৭ সালে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা ২০২১-২২ সালে এসে ৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।’

সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সরকার আমাদের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির কৌশল অনুসরণ করছে, যা টেকসই হিসেবে বিশ্ব অর্থনীতিবিদ এবং সংস্থাগুলোর কাছে স্বীকৃতি পেয়েছে।’

জনসংখ্যাগত সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ দক্ষ জনশক্তি তৈরিতে জোর দিয়েছে বলেও জানান তিনি। এর মধ্য দিয়ে বিনিয়োগকারীরা প্রতিযোগিতামূলক মজুরিতে দক্ষ মানবসম্পদ পাবেন বলে নিশ্চয়তা দেন তিনি।

বাংলাদেশে বাণিজ্যের যে অনুকূল পরিবেশ রয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা তা বুঝতে সক্ষম হবেন বলেও বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘তৈরি পোশাক, চামড়া, প্লাস্টিক, পাট, আইসিটি, কৃষি প্রক্রিয়াকরণের মতো আরও অনেক কিছুতে বাংলাদেশ এখন অত্যাধুনিক উত্পাদন কারখানা হিসেবে বিশ্বে স্বীকৃত। এখন আমাদের সময় এবং এই সময়কে কাজে লাগিয়ে অনুকূল বিনিয়োগ ব্যবস্থার সুযোগ তৈরি করুন।’

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড চেয়ার জে আর প্রাইর, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড সদস্য এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিজনেস এক্সিকিউটিভরা সভায় বক্তব্য রাখেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডার এট লার্জ এম. জিয়াউদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।

admin

Related Posts

যশোর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৮/০৯/২০২৪ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন…

প্রাক্তন অ্যাডিশনাল ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন অ্যাডিশনাল ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম (বিসিএস-১৯৭৩ ব্যাচ) আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) বেলা ০১:৪৫ ঘটিকায় রাজধানীর কাঁঠালবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

  • By admin
  • September 20, 2024
  • 6 views
২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত

  • By admin
  • September 18, 2024
  • 18 views
চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত

যশোর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • By admin
  • September 18, 2024
  • 34 views
যশোর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধানসভার প্রথম দফায় ভোট চলছে

  • By admin
  • September 18, 2024
  • 26 views
আজ কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধানসভার প্রথম দফায় ভোট চলছে

প্রাক্তন অ্যাডিশনাল ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা অনুষ্ঠিত

  • By admin
  • September 17, 2024
  • 32 views
প্রাক্তন অ্যাডিশনাল ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা অনুষ্ঠিত

ঢাকায় ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেড আয়োজিত “আগামীর উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • By admin
  • September 17, 2024
  • 107 views
ঢাকায় ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেড আয়োজিত “আগামীর উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত