
উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমান নেশা জাতীয় ইনজেকশন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।সোমবার মধ্য রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী আভিযানিক দল সিরাজগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের রহমতগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ শত ৮৫ টি নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন সহ রানা(২২) নামের ১ মাকক ব্যবসায়ী ও সদর থানার নিউ ঢাকা রোড রেলগেট এলাকা থেকে ১ হাজার ৯ শত ১০ পিচ ইয়াবাসহ সুমন রেজা(২২) নামের ২ র্শীষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক মাদক ব্যবসায়ীরা হলো-মোঃ রানা সিরাজগঞ্জ সদর থানার রহমতগঞ্জ এলাকার আঃ লতিফ মোল্লার ছেলে, সুমন রেজা(২২) কাজিপুর থানার খুদবান্দি(পশ্চিমপাড়া গ্রামের মৃত রসুল বক্রা এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় দির্ঘদিন যাবৎ মাদক করে আসছিল মর্মে স্বিকার করেছে বলে জানিয়েছেন র্যাব ১২ এর মিডিয়া অফিসার ,সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।