সারোয়ার হোসেন : তানোর উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন আওয়ামী লীগ সরকারের ভিশনকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিগত সময়ে যে উন্নয়নের ছোঁয়া এই ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত গ্রামগুলোতে স্পর্শ করেনি চেয়ারম্যান মতিন তার সময়ে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর সহায়তায় তার দ্বিগুন উন্নয়ন পৌছে দিয়েছেন গ্রামগুলোতে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে এখানো রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন চেয়ারম্যান আব্দুল মতিন। ফলে আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে আবারো চেয়ারম্যান আব্দুল মতিনকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান ইউনিয়নবাসী।

পাঁচন্দর ইউনিয়নের জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, পাঁচন্দর ইউনিয়নের গ্রামগুলো বিগত সময়ে ছিলো অনুন্নত। রাতে রাস্তার পাশে ছিল না কোনো সড়ক বাতি বর্ষা মৌসুমে কাঁদার মধ্যে দিয়ে পথ চলতে হতো। জনবহুল কোনো স্থানে বিকেলে বসার মতো কোন জায়গা ছিলো না। গ্রামগুলোতে পানি নিষ্কাশনের জন্য ছিলো না কোন ড্রেনেজ ব্যবস্থা। কিন্তু বর্তমানে প্রায় প্রতিটি গ্রামের রাস্তায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। সন্ধার পর রাস্তার ধারের স্ট্রীট লাইটের আলোয় আলোকিত হচ্ছে গ্রামের মেঠোপথ গুলো। এছাড়াও গৃহহীনদের বাড়ি প্রদান,ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক গোষ্ঠি ও আদিবাসি অধ্যুষিত গ্রামে বিশুদ্ধ খাবার পানি সংকট দুর করতে ট্র্যাঙ্কিসহ সাবমার্শিবুল পাম্প স্থাপন।

এতে করে হাত বাড়ালেই সহজেই পাচ্ছেন সুপেয় পানি। এই সব কিছুই সম্ভব হয়েছে সাংসদের সহায়তায় ও চেয়ারম্যান আব্দুল মতিনের কঠোর প্রচেস্টায়। আব্দুল মতিনের সময়ে আর সিসি ঢালায় ও ইট সোলিং রাস্তা, অসহায় ও দু:স্থদের মাঝে বিতরণ করেছেন বিভিন্ন প্রকার ভাতা কার্ড, হাট- বাজারের উন্নয়ন ও বিভিন্ন এলাকায় পানি নিষ্কাষণের জন্য আধুনিক মানের ড্রেন নির্মাণ করেছেন। কৃষ্ণপুর হাটে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আধুনিকায়ন করা হয়েছে। এখানো প্রায় শতাধিক উন্নয়ন মূলক কর্মকান্ডের কাজ চলমান রয়েছে।

বর্তমান সরকারের ভিশন গ্রামকে শহরের সুবিধা প্রদান করার প্রতিশ্রুতী অনেকটাই বাস্তবায়ন করা হয়েছে এই ইউনিয়নে। তাই আগামীতেও ইউনিয়নের উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে এই ধরনের ক্লিন ইমেজের জনপ্রতিনিধিকেই নির্বাচিত করতে চান এই ইউনিয়নের সাধারন ভোটারেরা। পাাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ( ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন বলেন এই ইউনিয়নকে তানোর উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। মডেল ইউনিয়ন হিসেবে গঠন করতে যা যা করার প্রয়োজন স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানসহ আমি সবার সহযোগিতা নিয়ে সেটা করতে চাই। উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়নের অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে