নিজস্ব প্রতিনিধি ঃআসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন মহানগরী হিসেবে আমরা পরিচিত করতে পেরেছি। এই নগরীর আপনার, আমার, আমাদের সকলের। নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরো দায়িত্বশীল ও সচেষ্ট হতে পাবে। নগরীর রাস্তা-ড্রেনের উপরে যত্রতত্র নির্মাণ সামগ্রী যাতে কেউ ফেলে রাখতে না পারে, সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখতে হবে। সকলে মিলে এই নগরীকে আরো সন্দুর ও ভালো রাখি।
রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কমিটির সদস্য ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। সভায় পরিচ্ছন্ন পরিদর্শক ও মশক শাখার পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।