সারোয়ার হোসেন : আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ প্রজন্মের আস্থা ভাজন নেতা আবুল বাসার সুজন। তিনি বলেন, দেশ আজ উন্নয়নসীল দেশের কাতারে দাড়িয়েছে একমাত্র আওয়ামী লীগ সরকারের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একটিই স্বপ্ন শুধু কি ভাবে দেশের মানুষকে সুখী জীবন মানোন্নয়ন ঘটানো যায়। সেই লক্ষেই কাজ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আজ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মানুষ ১০টাকা কেজি চাল পাচ্ছেন, ভূমিহীনরা জায়গাসহ বাড়ি পাচ্ছেন, বিধবারা বিধবা ভাতা পাচ্ছেন, প্রতিবন্ধীরা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন,এমনকি গর্ভবতী মহিলারা মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন,যা শুধু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে ও নিজের মানোন্নয়ন ঘটাতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ সম্পূর্ণ করতে ভোট দিতে হবে বলে ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্যে আহবান জানান আবুল বাসার সুজন।