সারোয়ার হোসেন : রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ সাবেক শিল্পপ্রতি মন্ত্রী সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি জেল হত্যা দিবসের আলোচনা সভায় বলেন, দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলতে এবং মুক্তিযোদ্ধের পক্ষের নেতৃত্ব শুন্য করতেই মুক্তিযুদ্ধের অন্যতম সেনানী জাতীয় চার নেতাকে জেল খানায় নির্মম ভাবে হত্যা করা হয়েছিল।ঘাতকদের হাত থেকে জেল খানার মত নিরাপদ জায়গা থেকে মুক্তি পায়নি জাতীয় নেতা।
এর আগে ১৭৯৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাসহ স্বপরিবারে হত্যা করে পাকিস্তানী দোসরেরা। তাদের চক্রান্ত এখনো চলছে। কি ভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, কিভাবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করা যায় এমন ষড়যন্ত্র চলতেই আছে। তবে তারা যতই ষড়যন্ত্র করুক উন্নয়ন অগ্রযাত্রা কখনও কখনই থামবেনা। কারন দেশ পরিচালনা করছেন বঙ্গকন্যা দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সাংসদ বুধবার জেলা হত্যা দিবস উপলক্ষে তানোর উপজেলার কলমা ইউনিয়ন আ”লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফারুক চৌধুরী আরো বলেন স্বাধীনতা যুদ্ধে বাবাসহ আত্মীয় স্বজন হারিয়েছি, জেল খানায় আমার মামা জাতীয় নেতার অন্যতম এএইএম কামারুজ্জামান কে হত্যা করা হয়েছে।
কিন্তু কোন কিছু করে মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি আওয়ামীলীগকে দমাতে পারেনি। বরং যারা ষড়যন্ত্র করে ইতিহাসের কলঙ্ক জনক অধ্যায় রচনা করেছিল তাদের জায়গা হয়েছে নর্দমায়, তাদেরকে জাতি বিশ্বাস ঘাতকে পরিণত হয়েছে।কেন জানিনা আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন, আগামী ১১ নভেম্বর উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এনির্বাচনে একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছে। আমিতো নৌকা দেওয়ার মালিক না, এর মালিক মাননীয় প্রধান মন্ত্রী, তিনি দিয়েছেন নৌকা প্রতীক, এখানে ব্যক্তি কিছুই না, প্রতীকটাই হচ্ছে বড় ব্যাপার। কার সাথে বিদ্রোহ হচ্ছে সেটা ভাবা দরকার। এজন্য মাননীয় প্রধান মন্ত্রীও বলে দিয়েছেন যারা বিদ্রোহ করবে সাথে থাকবে তাদেরকে দলে নেওয়া হবেনা।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। ইউপি আ”লীগের সিনিয়র সহসভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আ”লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মুণ্ডুমালা পৌর আ”লীগের সাধারন সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু।উপজেলা আ”লীগের দপ্তর সম্পাদক শিক্ষক জিল্লুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর নাহিদ হাসান, যুবলীগ নেতা নয়ন, ইউপি আ”লীগ নেতা আতাউর রহমান, ইউপি ছাত্রলীগ নেতা রিয়াদ, সৈনিক লীগ নেতা তানভীর, ইমরান, মমিন,কালাম, প্রমুখ।শেষে বঙ্গবন্ধু পরিবারের সদস্য, জাতীয় নেতাদের আত্মার মাগফিরাত কামায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শমিম। এসময় ইউপি এলাকাসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।