
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ছেড়ে আসা নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, সাথি এন্টার প্রাইজ ও জমজম পরিবহন এ ৩টি গাড়ীর গতিরোধ করে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে ডাকাত দল। প্রায় ৩৩ টি যানবাহনে গণডাকাতির তথ্য টি ভুল দিয়েছিল চাঁপাই ট্রাভেলস এর হেলপার।
সোমবার রাত পৌণে টার দিকে ভোলাহাটের ফলিমারির বিলে প্রায় ১৫/২০ জনের সংঘবদ্ধ চক্র দেশিয় অস্ত্র, ছুঁরি বাঁশ, রড নিয়ে ডাকাতরা ঝাঁপিয়ে পড়ে সাধারণ যাত্রীদের ওপর। গাড়ির স্টাফদের এ সময় বেধরক পেটায় ডাকাতরা।
চাঁপাই ট্রাভেলস এর এক মহিলা যাত্রীর কান, নাকের গহনা ছিঁড়ে নিয়েছে। মহিলাকে মারা হয়েছে বলেও অন্যরা জানায়।
এদিকে রাত ১০ টার সময় ঘটনাস্থল থেকে মুঠোফোনে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। মুহুর্তে ডাকাতদল এ ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ শুরু করেছে।
এ বিষয়ে সর্বশেষ রাত দেড়টার সময় ওসি মাহবুবুর রহমান জানান, ডাকাতির কারণে সড়কের দুই দিকে ৩০-৪০টি ছোটবড় যানবাহন আটকে ছিল। এ সময় কিছু হেলপার না বুঝেই সব যানবাহনেই ডাকাতি হয়েছে বলে গণমাধ্যমে জানায়।
ওসি আরও জানান, আসলে নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, সাথি এন্টার প্রাইজ ও জমজম পরিবহন এই ৩ টি কোচ শুধু ডাকাতির কবলে পড়ে। এ ঘটনায় ডাকাতদের পিটুনিতে আহত কয়েকজনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।